+8801309106219
প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস
পটভূমিঃ বদরখালী জনপদ একটি প্রসিদ্ধ জনপদ। এখানে রয়েয়ে অনেক আওলিয়া কেরামের পদচারণা। সাধাণত বদরখালী বলতে অত্র অঞ্চলের বাজার কেন্দ্রিক এলকাকাকেই মানুষ বুঝে থাকেন। তাই অধিকাংশ প্রতিষ্ঠান এই বাজার কেন্দ্রিক হয়েছে। কিন্তু আজমনগর এলাকা হচ্ছে বদরখালী দক্ষিণাঞ্চলের একটি গুরুত্ববহ  স্থান। তাই এই অঞলে একটি আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একেটি প্রতিষ্ঠান প্রয়োজন হয়ে পড়ে। যুগের এই চাহিদার প্রেক্ষিতে অত্র এলাকার সচেতন কিছু মহৎ লোক অত্র মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
মাদ্রাসার নামঃ দাক্ষিণ এশিয়ার অ্ন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অলিকুল শিরমনি কুতবে মজার হযরত মাওলানা আবদুল মজিদ (হযরত বড় হুজুর (রহ:) ) এর নামানুসারে অত্র মাদ্রাসার নামকরণ করা হয় আজম নগর মজিদিয়া দাখিল মাদ্রাসা।

অবস্থানঃ মাদ্রাসাটি বদরখালীর দক্ষিণ জনপদ ্আজম নগর নামক স্থানে অবস্থিত।
মাদ্রাসার কার্যক্রমঃ প্রথম ১৯৮৪ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে অত্র মাদ্রাসার কার্যক্রম শুরু করেন। ্এখন শিশু শ্রেণি হতে দাখিল দশম ্পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠদান দেওয়া হয়ে থাকে। এই মাদ্রাসা হতে প্রতি বছর অনেক ছাত্র-ছাত্রী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে থাকে।